ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আরো একটি পরমাণু চুল্লি বন্ধ করলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, মার্চ ২৬, ২০১২
আরো একটি পরমাণু চুল্লি বন্ধ করলো জাপান

ঢাকা : বিদ্যুৎ ঘাটতির সম্মুখীন হওয়া সত্বেও আরো একটি পরমাণু চুল্লি বন্ধ করে দিয়েছে জাপান। গত বছর সুনামির ফলে সৃষ্ট ফুকুশিমা পারমাণবিক ট্রাজেডির পর থেকেই জাপানে পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর বিরুদ্ধে জনমত জোরদার হতে থাকে।

এর পরিপ্রেক্ষিতেই সর্বশেষ এই পরমাণু চুল্লিটি বন্ধ করে দিলো জাপানী কর্তৃপক্ষ।

এই চুল্লি বন্ধ হওয়ার মধ্য দিয়ে জাপানে বিদ্যুৎ উৎপাদনে আর মাত্র একটি পরমাণু চুল্লি সক্রিয় থাকলো। এটিকেও আগামী মে মাস নাগাদ বন্ধ করে দেওয়া হবে বলে জানা গেছে। উল্লেখ্য, ফুকুশিমা বিপর্যয়ের আগে জাপানে ৫৪ টি পরমাণু চুল্লি সক্রিয় ছিলো।

গত ২০১১’র মার্চ মাসে ভূমিকম্পের ফলে জাপানের ফুকুশিমায় অবস্থিত একটি পরমাণু চুল্লি সুনামির পানিতে প্লাবিত হয়। ফলে তাৎক্ষনিকভাবেই ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিকটবর্তী এলাকা থেকে হাজার হাজার লোককে সরিয়ে নিতে হয়।

সংবাদমাধ্যম জানায় টোকিও’র নিয়াগাতা জেলায় অবস্থিত ‘টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি’র অধীনস্থ কাশিওয়াজাকি কারিয়া বিদ্যুত কেন্দ্রের ৬ নং ইউনিটকে বন্ধ করে দেওয়া হয়েছে।

ফুকুশিমা বিপর্যয়ের আগে জাপানের মোট বিদ্যুতের এক-তৃতীয়াংশ উৎপাদিত হতো পারমাণবিক চুল্লির মাধ্যমে।

পারমাণবিক শক্তির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে জাপান এখন প্রচলিত বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকছে।   বিকল্প হিসেবে বিগত কিছুদিন ধরেই জাপান ফসিলজাত জ্বালানির আমদানি বাড়িয়ে দিয়েছে। এর পাশাপাশি প্রচলিত জ্বালানি নির্ভর পুরনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে সংস্কার করা হচ্ছে।

তবে এর পরও জাপানকে চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের সঙ্কটের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ সঙ্কটের কারণে গত বছরও বড় বড় কোম্পানিগুলোকে রাতের বেলা ও সাপ্তাহিক ছুটির দিনেও কারখানা চালু রাখতে হয়।
বিদ্যুৎ উৎপাদন ১৫ শতাংশ কমানোর সরকারি ঘোষণার ফলেই এই অবস্থার সৃষ্টি হয়েছিলো।

তবে এবছরও একই পরিস্থিতির সম্মুখীন জাপানের শিল্প উৎপাদনকারীরা হুশিয়ারি দিয়ে বলেছে ,বর্তমান অবস্থা চলতে থাকলে জাপানের অর্থনীতি ক্ষতির মুখে পড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।