ঢাকা : সোমবার সকালে আফগানিস্তানে দুই ন্যাটো সেনা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে । আফগান জাতীয় সেনাবাহিনীর এক সদস্যের গুলিতে এই দুই সেনা নিহত হয় বলে জানায় সংবাদমাধ্যম ।
আফগানিস্তানের দক্ষিণে অবস্থিত একটি ন্যাটো সামরিক ঘাঁটিতে এই ঘটনা সংঘটিত হয় বলে এক বিবৃতিতে স্বীকার করে ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্স বা আইসাফ।
এসময় ন্যাটো সেনাদের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন বলে দাবি করে আইসাফ। তবে তারা নিহত ন্যাটো সেনাদের পরিচয় প্রকাশ করেনি।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে এই হামলা সংঘটিত হয়। হামলাকারী একজন আফগান সেনা বলেও নিশ্চিত করা হয় ওই সূত্রে।
হেলমন্দের গভর্নর অফিসের একজন মুখপাত্র জানান, গোলাগুলির আগে আফগান ও ন্যাটো সেনাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। হামলাকারী সেনা কুনার প্রদেশের অধিবাসী বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি আফগানিস্তানে মার্কিন সেনা কর্তৃক কোরআন পোড়ানো এবং আরেকটি ঘটনায় ১৭ আফগান বেসামরিক আফগানকে গুলি করে হত্যার পর থেকেই ন্যাটো সেনাদের ওপর এ ধরনের হামলা চালানোর ঘটনা বেড়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর