ঢাকা : সেনেগালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী ম্যাকি সল জয়লাভ করেছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই হাজারো জনতা রাজধানী ডাকারের রাস্তায় নেমে এসে উচ্ছ্বাসে ফেটে পড়ে।
বিজয়ী হওয়ার পথে সেনেগালের সাবেক প্রধানমন্ত্রী ম্যাকি সল বর্তমান প্রেসিডেন্ট আবদুলায় ওয়াদেকে পরাজিত করেন। এর আগের দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আবদুলায় ওয়াদে এবার তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রেসিডেন্ট আবদুলায় ওয়াদে নির্বাচনে পরাজয় মেনে নিয়ে সলকে অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট ওয়াদের মুখপাত্র আমাদো সল বলেন,‘নির্বাচনে সমগ্র দেশই জয়লাভ করেছে, গণতন্ত্রের জন্য এটি মহান একটি মুহূর্ত এবং প্রেসিডেন্ট আব্দুলায় ওয়াদে জনগণের আওয়াজের প্রতি শ্রদ্ধা পোষণ করেন। ’
আগামি মঙ্গল অথবা বুধবার নাগাদ ফলাফল চূড়ান্তভাবে ঘোষণা করা হতে পারে।
এদিকে বিজয়ী প্রার্থী ম্যাকি সল নির্বাচনে জয়লাভের পর তার প্রতিক্রিয়ায় বলেন,‘সত্যিকারের বিজয়ী হলো সেনেগালের জনগণ’। উল্ল্যেখ, ম্যাকি সল সাবেক প্রেসিডেন্ট ওয়াদের অধীনে বেশ কয়েক বছর সেনেগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, ‘আমরা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি যে আমাদের গণতন্ত্র পরিণত। আমি সব সেনেগালিজের প্রেসিডেন্ট হতে চাই। ’
প্রাথমিক ফলাফল ঘোষণায় সল প্রেসিডেন্ট আব্দুলায় ওয়াদের থেকে ২:১ অনুপাতে এগিয়ে ছিলেন। নির্বাচনে প্রায় ৫০ লাখ ভোটার ভোট দেন বলে জানা যায়।
বাংলাদেশ সময় ১৯১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর