ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এবার দিল্লিতে নিজের গায়ে আগুন এক তিব্বতির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, মার্চ ২৬, ২০১২
এবার দিল্লিতে নিজের গায়ে আগুন এক তিব্বতির

ঢাকা : ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক তিব্বতি নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দেওয়ার চেষ্টা করেছেন। ভারতে চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের আসন্ন সফরের প্রতিবাদে ওই তিব্বতি নিজের গায়ে আগুন লাগিয়ে দেন বলে জানায় সংবাদমাধ্যম।



ওই ব্যক্তির আশেপাশে থাকা লোকজন এ সময় তার গা থেকে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

বিগত কয়েক মাসে চীনে প্রায় ২৫ জন তিব্বতি নিজের গায়ে আগুন লাগিয়ে চীনা শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই বৌদ্ধ ভিক্ষু। তবে চীনা নেতারা দাবি করে আসছেন যে তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ।

বেশির ভাগ গায়ে আগুন দেওয়ার ঘটনা সংঘটিত হয়েছে চীনের সিচুয়ান প্রদেশের তিব্বতি অধ্যুষিত অংশে। ভারতে কোন তিব্বতির নিজের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা এটি নিয়ে দ্বিতীয়। গত বছর এক নির্বাসিত তিব্বতি দিল্লির চীনা দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন।

সোমবারের এই আত্মাহুতির চেষ্টা রাজধানী দিল্লির পার্লামেন্ট ভবনের অদূরে সংঘটিত হয়। চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের ভারত সফরের প্রতিবাদে কয়েক শত তিব্বতির বিক্ষোভ প্রদর্শনের সময় এই ঘটনা সংঘটিত হয় বলে জানায় সংবাদমাধ্যম।
চীনা প্রেসিডেন্ট হু জিনতাও চলতি সপ্তাহের শেষ দিকে একটি সম্মেলনে অংশ নিতে ভারত সফরে আসবেন।

বাংলাদেশ সময়:১৯৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।