ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিচারের সম্মুখীন সাবেক তুর্কি সেনা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, মার্চ ২৬, ২০১২
বিচারের সম্মুখীন সাবেক তুর্কি সেনা প্রধান

ঢাকা : সরকার উৎখাতের প্ররোচনা এবং অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে তুরস্কের সাবেক সেনা প্রধান ইলকার বাসবাগকে বিচারের সম্মুখীন করা হয়েছে। তার বিরুদ্ধে তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইপ এরদোগানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত একটি সন্ত্রাসী চক্রকে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে।



সোমবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ইস্তাম্বুলের একটি কারা কমপ্লেক্সে গঠিত বিশেষ আদালতে নিয়ে আসা হয়।
বাসবাগ তুর্কি সেনাবাহিনীর প্রধান হিসেবে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী সংগঠন এরজেনেকোনকে গোপনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়। প্রধানমন্ত্রী এরদোগানের সরকারকে উৎখাতের চেষ্টায় জড়িত রয়েছে বলে এই সন্ত্রাসী সংগঠনটিকে সন্দেহ করা হয় তুরস্কে।

ইলকার বাসবাগের আইনজীবি অবশ্য দাবি করেন, এই মামলায় অভিযুক্ত করার মাধ্যমে শুধু বাসবাগকে নয় বরং সমগ্র তুর্কি সামরিক বাহিনী ও রাজনীতিকে অভিযুক্ত করা হয়েছে। ’

২০০৭ সালে তুর্কি সরকার দাবি করে তাদের কাছে প্রমান আছে যে ‘এরজেনেকোন’ নামের একটি গোপন সংগঠন সরকারকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে। সরকার আরো দাবি করে, এই গ্রুপটি তুর্কি সেনাবাহিনী ও বিচার বিভাগের একটি অংশের সহায়তা নিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত তুৃর্কি সরকারকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত। তারপরই সরকার তুরস্কের ইতিহাসের অন্যতম বৃহৎ তদন্ত অভিযান পরিচালনা করে এবং এর সঙ্গে জড়িত শত শত সামরিক ও বেসামরিক ব্যক্তিকে আটক করে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।