ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে মাওবাদী হামলায় ১৫ সিআরপিএফ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, মার্চ ২৭, ২০১২
ভারতে মাওবাদী হামলায় ১৫ সিআরপিএফ নিহত

ঢাকা: ভারতের মহারাষ্ট্রে মাওবাদী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ১৫ জওয়ান নিহত হয়েছেন। মহারাষ্ট্রের পুশতলা জেলায় মাওবাদী বিদ্রোহীদের পেতে রাখা মাইনের বিষ্ফোরণে আধা সামরিক বাহিনী সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) জওয়ানবাহী একটি বাস বিধ্বস্ত হয় বলে জানায় সংবাদমাধ্যম।

এতে ঘটনাস্থলেই ওই ১৫ জওয়ান নিহত হন। নিহত জওয়ানেরা বাহিনীর ১৯২তম ব্যাটেলিয়ানের সদস্য।

বাসটি পুশতলা থেকে গাট্টা যাওয়ার পথে মঙ্গলবার দুপুরে এই বিস্ফোরণ ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে- হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে জওয়ান নিহত হওয়ার ঘটনায় মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আরআর পাতিল বিধান সভায় বিবৃতি দেবেন বলে সংবাদমাধ্যমে জানান।  

বিস্ফোরণের পরপরই সিআরপিএফ’র প্রধান কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয় যে, পুসতলা গ্রামের নিকটবর্তী কারওয়াফা-ফুলবদি গাট্টা সড়কে মঙ্গলবার দুপুরে এই বিস্ফোরণ ঘটে। স্থানটি গাদচিরোলি শহর থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত।

বাংলাদেশ সময় : ১৫৩১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২

সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।