ঢাকা: আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলা চালানোর একটি ষড়যন্ত্র উদঘাটিত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ইতোমধ্যেই রাজধানী কাবুল থেকে ১৬ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় কাবুলে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন থেকে আত্মঘাতী বোমা হামলা উপযোগী ১১টি জ্যাকেট উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গাড়ি পার্কিয়ের পাশে অবস্থিত একটি কক্ষ থেকে জ্যাকেটগুলোকে উদ্ধার করা হয়। স্থানটি আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসের থেকে কয়েকশ’ মিটার দূরত্বের মধ্যে অবস্থিত।
জ্যাকেটগুলো শেষপর্যন্ত কাজে লাগানো সম্ভব হলে ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হতে পারতো বলে আশঙ্কা প্রকাশ করেন গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় আফগান জাতীয় সেনাবাহিনীর ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার সময় ওই সেনারা সশস্ত্র অবস্থায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলো বলে জানায় কর্তৃপক্ষ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনে ব্যবহৃত বাসকে এই জ্যাকেটগুলোর সাহায্যে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার আরো দশ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আরো গ্রেফতারের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ষড়যন্ত্র ফাঁস হওয়ার পরপরই প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সিল করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর