ঢাকা: আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত রাষ্ট্র কেনিয়ায় তেলের সন্ধান পাওয়া গেছে। প্রায় এক দশক অনুসন্ধান চালানোর পর অবশেষে তেলের দেখা পেয়েছে দেশটি।
তবে তেলের সন্ধান পাওয়া গেলেও পুরোপুরি তেল উৎপাদক রাষ্ট্র হিসেবে পরিচিত হতে কেনিয়ার আরো প্রায় তিন বছর সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নাইরোবিতে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে তেল পাওয়ার ঘোষণা দিয়ে কেনিয়ার প্রেসিডেন্ট কিবাকি বলেন, ‘কেনিয়ার ইতিহাসে এই প্রথম কোনো উল্লেখযোগ্য আবিষ্কার করতে সক্ষম হলো। ‘তিনি একে কেনিয়ার জন্য একটি সুসংবাদ বলে অভিহিত করেন। এছাড়া তেলের সন্ধান পাওয়াকে দেশের জন্য উল্ল্যেখযোগ্য অগ্রগতি হিসেবেও উল্লেখ করেন তিনি।
ব্রিটেনভিত্তিক তেল কোম্পানি ‘তাল্লো’ কেনিয়ায় তেল অনুসন্ধানের এই অভিযান পরিচালনা করে।
বংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর