ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইউরোজোনের তহবিল দ্বিগুণ করার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, মার্চ ২৭, ২০১২
ইউরোজোনের তহবিল দ্বিগুণ করার আহ্বান

ঢাকা: ইউরোজোনের তহবিল ৫০ হাজার কোটি থেকে বাড়িয়ে ১ লাখ কোটি ইউরোতে উন্নীত করার পরামর্শ দিয়েছেন ওইসিডি প্রধান এঞ্জেলো গুরিয়া। ইউরোপের অর্থনৈতিক সঙ্কট থেকে উত্তরনের জন্য এ পদক্ষেপ জরুরি বলে উল্লেখ করেন তিনি।



ওইসিডি বা অর্গানাইজেশন ফর ইকোনমিক কো অপারেশন এন্ড ডেভেলপমেন্ট’র প্রধান এঞ্জেলো গুরিয়া বলেন, ইউরোপের ঋণসঙ্কট কাটিয়ে উঠতে সংস্থার তহবিলকে দ্বিগুণ করতে হবে।
 
তবে জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল সাময়িকভাবে ইউরোজোনের বর্তমান তহবিলকে ৭০ হাজার কোটি ইউরো পর্যন্ত বাড়াতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

ঋনসঙ্কট থেকে পরিত্রাণে গঠিত ইউরোজোনের বর্তমান তহবিল এই মুহূর্তে আর কোনো ঋণভার বহন করতে পারবে না বলে আশঙ্কা করা হচ্ছে। এ প্রেক্ষিতেই এঞ্জেলো গুরিয়া এ আহ্বান জানান বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এখন পর্যন্ত গ্রিস, আয়ারল্যান্ড এবং পর্তুগালের অর্থনৈতিক সঙ্কট কাটাতে এই তহবিল অর্থ জুগিয়েছে। তবে স্পেন ও ইউরোপের মতো বৃহৎ ইউরোপীয় দেশগুলোকে সহায়তা দেওয়ার জন্য পর্যাপ্ত সামর্থ্য বর্তমানে এ তহবিলের নেই বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি ইউরোপের অর্থনৈতিক সঙ্কটের ধাক্কা লাগে স্পেন ও ইতালিতে। ধারণা করা হচ্ছে অবস্থার পরিত্রাণে দেশ দুটির ইউরোজোনের তহবিলের প্রয়োজন হতে পারে। এ প্রেক্ষিতেই তহবিল বাড়ানোর আহ্বান জানালেন ওইসিডি প্রধান।
 
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২

সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।