ঢাকা: সিরিয়ায় বছরব্যাপী চলমান সংঘাত অবসানে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের প্রস্তাবকৃত খসড়া শান্তি প্রস্তাব মেনে নিয়েছে দেশটির সরকার।
মঙ্গলবার কফি আনানের মুখপাত্র এ সংবাদের সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, সিরিয়ার ক্ষমতাসীন সরকার কফি আনানের ছয়দফা প্রস্তাব গ্রহণ করতে সম্মত হয়েছে।
সহিংসতা বন্ধে বিবদমান পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতার জন্য আরব লিগ ও জাতিসংঘ যৌথভাবে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়। ফলশ্রুতিতে সহিংসতা অবসানে কফি আনান সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে একটি খসড়া শান্তি পরিকল্পনা প্রস্তুত করেন।
মঙ্গলবার কফি আনানের মুখপাত্র আহমেদ ফয়জি এক বিবৃতিতে জানান, সিরিয়ার সরকার জাতিসংঘ-আরব লিগ বিশেষ দূত কফি আনান বরাবর একটি চিঠি পাঠিয়ে এ প্রস্তাব মেনে নেওয়ার কথা জানিয়েছে।
কফি আনান তার শান্তি প্রস্তাবের পক্ষে সমর্থন আদায় করতে বর্তমান চীনে অবস্থান করছেন। তিনি প্রেসিডেন্ট বাশার আল আসাদকে লেখা এক চিঠিতে অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দামেস্ককে সদিচ্ছা প্রমাণের আহ্বান জানিয়েছেন।
এদিকে বাশার আল আসাদ হোমসের উপকণ্ঠে অবস্থিত বাব আমর সফর করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা।
বাব আমরকে সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। বিদ্রোহীদের কাছ থেকে বাব আমরের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে সরকারি সেনারা সেখানে মাসব্যাপী অভিযান পরিচালনা করে। বিদ্রোহীদের শক্ত প্রতিরোধের মুখে পড়ে সরকারি সেনারা এই শহরের ওপর নির্বিচারে গোলাবর্ষণ করে। ফলে শহরটিতে মানবিক বিপর্যয় দেখা দেয়।
সিরিয়ার সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ৮ হাজার লোক নিহত হয়েছে বলে জাতিসংঘ এক প্রতিবেদনে দাবি করেছে। এক বছরেরও বেশি সময় আগে সিরিয়ায় আসাদবিরোধী গণআন্দোলন শুরু করে দেশটির গণতন্ত্রকামী জনগণ।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর