ঢাকা: ফ্রান্সের তুলুসে সংঘটিত হত্যাকাণ্ডের ভিডিও প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছে আল জাজিরা। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মনতৌ এবং তুলুস শহরে চলতি মাসে সংঘটিত আলোচিত হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সম্প্রতি হস্তগত করে কাতারভিত্তিক আন্তর্জাতিক টিভি চ্যানেল ও সংবাদমাধ্যম আল জাজিরা।
ভিডিও চিত্রটি প্রদর্শন না করার কারণ হিসেবে আল জাজিরা মঙ্গলবার জানায় জনগণকে দেওয়ার মতো কোনো নতুন তথ্য এই ভিডিও চিত্রটিতে নেই। এছাড়া ভিডিও চিত্রটি সাংবাদিকতার নৈতিকতা মানরক্ষা করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করে টেলিভিশন চ্যানেলটি।
ভিডিও চিত্রটিতে হামলাকারীর চেহারা দেখা যায় না এবং এতে হত্যাকারীর কোনো বক্তব্যও উল্লেখ করা হয়নি বলে জানা গেছে। ভিডিও চিত্রটির শিরোনাম ছিলো ‘ফ্রান্সে আল কায়দার হামলা’।
ফ্রান্সে তুলুস ও মনতৌ শহরে তিনটি পৃথক ঘটনায় সংঘটিত ওই হত্যাকাণ্ডে সাতজন নিহত হন। এদের মধ্যে তিন সেনা ও এক শিক্ষকসহ তিন শিশুও অন্তর্ভুক্ত ছিল।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর