ঢাকা : পশ্চিম আফ্রিকার রাষ্ট্র মালিতে সংঘটিত সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে প্রতিবেশী দেশগুলো।
পশ্চিম আফ্রিকার রাষ্ট্রগুলোর জোট ইকোয়াস (ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেট) মালির ওপর অবরোধ আরোপের হুমকি দিয়ে বলেছে অবিলম্বে বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে বিকল্প ব্যবস্থা হিসেবে সামরিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।
আইভরি কোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজানে ইকোয়োসের একদিনের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। সম্মেলনে অংশগ্রহণকারী পশ্চিম আফ্রিকার রাষ্ট্রগুলো ভবিষ্যতে এই অঞ্চলে যে কোনো অবৈধ অভ্যুত্থান প্রচেষ্টার বিরুদ্ধে সম্মিলিত অবস্থান নেওয়ার ব্যাপারে একমত হয়। এছাড়া ইকোয়াসে মালির সদস্যপদকে স্থগিত রাখারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্মেলনে ইকোয়াস এক বিবৃতিতে জানায়, এ অঞ্চলে সরকার উৎখাত সংশ্লিষ্ট যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করতে একটি যৌথবাহিনী প্রস্তুত রাখার সিদ্ধান্তে তাদের সদস্য রাষ্ট্রগুলো একমত হয়েছে।
এর পাশাপাশি সংশ্লিষ্ট জান্তা সদস্যদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ অর্থনৈতিক এবং কূটনৈতিক অবরোধ জারি করার ব্যাপারেও সদস্য দেশগুলো একমত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
অভ্যুত্থানের নিন্দা জানিয়ে ইতোমধ্যেই ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র মালিতে সাহায্য প্রেরণ স্থগিত করেছে।
বাংলাদেশ সময় : ১৪০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর