ঢাকা: পোপ বেনেডিক্ট ষোড়শ কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে দেখা করেছেন। কমিউনিস্ট রাষ্ট্রটি সফরের দ্বিতীয় দিনে কিউবার প্রেসিডেন্টের সঙ্গে পোপের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গতকাল হাভানায় অবতরণ করে পোপ তাকে স্বাগত জানাতে উপস্থিত হওয়া জনগণের উদ্দেশে বক্তব্য দেন। তিনি জনগণকে আশা ও বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
পোপের এই সফরে রাজনৈতিক কোনো প্রসঙ্গ অন্তর্ভুক্ত নেই বলে জানিয়েছেন কিউবার কর্মকর্তারা। কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোও পোপকে স্বাগত জানিয়েছেন। তিনি একটি সরকারি ওয়েবসাইটে লিখেছেন, পোপের সঙ্গে দেখা করে তিনি আনন্দিত।
‘ভার্জিন অব চ্যারিটি অব এল কোবরে’ নামে অভিহিত একটি খ্রিস্টধর্মীয় পবিত্র মূর্তি আবিষ্কারের ৪০০তম বার্ষিকী পালন উপলক্ষে পোপ কিউবা সফর করছেন। স্থানীয়ভাবে ‘ম্যামবিসা ভার্জিন’ নামে অভিহিত এই মূর্তিটিকে সমুদ্রে ভাসমান অবস্থায় এক জেলে খুঁজে পেয়েছিল। মূর্তিটিকে কিউবায় ব্যাপক সম্মান করা হয়।
পোপ এই কাঠের মূর্তির সামনে বেশ কয়েক মিনিট হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা জানান। তিনি সেখানে নিপীড়িত ও নির্যাতিতদের আত্মার শান্তি কামণা করে প্রার্থণা করেন।
এর পরই পোপ কিউবার কমিউনিস্ট পার্টি নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী রুদ্ধদার বৈঠকে মিলিত হন। বৈঠকের বিস্তারিত কিছু প্রকাশ করা না হলেও, রাউল কাস্ত্রো পোপকে প্রেসিডেন্ট প্রাসাদের স্বাগত জানাচ্ছেন এ রকম একটি সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রকাশ করা হয়।
আগামী বুধবার দুপুরে হাভানার বিপ্লবী চত্বরে এক গণজমায়েতে ভাষণ দেওয়ার পর পোপ কিউবা ত্যাগ করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর