ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বছরে ৩ কোটি মানুষ ওমরাহ পালনের সুযোগ পাবেন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
বছরে ৩ কোটি মানুষ ওমরাহ পালনের সুযোগ পাবেন

প্রতিবছর ৩ কোটি মানুষকে ওমরাহ পালনের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সৌদি আরব। বর্তমানে ১ কোটি মানুষ এ সুযোগ পাচ্ছেন।

স্থানীয় সম্প্রচারমাধ্যম আল এখবারিয়াকে এ  তথ্য জানান সৌদি আরবের ওমরাহ-বিষয়ক সহকারী আন্ডারসেক্রেটারি আবদুল রাহমান বিন ফাহাদ।

তিনি বলেন, প্রতিবছর ওমরাহ পালনকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এমন বাস্তবতায় ওমরাহযাত্রীর সংখ্যা চলতি বছর ১ কোটি থেকে বাড়িয়ে ৩ কোটি করার পরিকল্পনা রয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবার সবচেয়ে বেশি ওমরাহযাত্রী গেছেন ইন্দোনেশিয়া থেকে। এই সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৬৫ জন। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের ওমরাহ পালনকারীর সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ২০৮ জন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত, মিসর ও ইরাক। তালিকার ছয় নম্বরে থাকা বাংলাদেশের ওমরাহ পালনকারীর সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৯২ জন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।