ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

ইসলাম

কোনো রাকাতে ভুলে তিন সিজদা করলে করণীয়

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৬, আগস্ট ৯, ২০২৫
কোনো রাকাতে ভুলে তিন সিজদা করলে করণীয় ছবি: সংগৃহীত

কোনো রাকাতে যদি মুসল্লি দুই সিজদার বদলে সিজদা তিনটি করে ফেলেন, তাহলে করণীয় কী? সাহু সিজদা করলে কি তার নামাজ শুদ্ধ হবে? আসুন জেনে নিই।  

উত্তর হচ্ছে, দুইটির জায়গায় সিজদা তিনটি আদায় করলে, তখন সাহু সিদজা আদায় করা ওয়াজিব হয়ে যায়।

কেননা তিনটি সিজদা আদায় করার কারণে পরবর্তী রুকন আদায় করতে বিলম্ব হয়।

আর নামাজের রুকন বিলম্বে আদায় করলে সাহু সিজদা ওয়াজিব হয়। তাই সাহু সিজদা আদায় না করলে নামাজ আবার পড়তে হবে।

হযরত আতা রাহ. বলেন, 'যদি তুমি নিশ্চিত হও যে কোনো রাকাতে তিনটি সিজদা করেছ, তবে নামাজ পুনরায় পড়বে না; বরং সাহু সিজদা করে নেবে। ' (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস নং: ৩৫২৪; আল-মুহিতুল বুরহানি: ২/৩০৮; কিতাবুল আছল: ১/২১১; বাদায়েউস সানায়ে: ১/৪০১)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।