ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

ইসলাম

কাবাঘর তাওয়াফের সময় মানতে হবে যেসব নির্দেশনা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫১, আগস্ট ২৪, ২০২৫
কাবাঘর তাওয়াফের সময় মানতে হবে যেসব নির্দেশনা ফাইল ফটো

মক্কা নগরীর পবিত্র কাবাঘর তাওয়াফের সময় এর চত্বরে বিশৃঙ্খলা এড়াতে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ওমরাহ পালন সহজ করতে তাওয়াফের সময় হাজরে আসওয়াদ বা কালো পাথরের পাশে দীর্ঘক্ষণ না দাঁড়াতে মুসল্লিদের সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হাজরে আসওয়াদ বা কালো পাথরের পাশে দীর্ঘক্ষণ দাঁড়ালে শুধু ভিড়ই বাড়ে না, বরং নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়।

মক্কার পবিত্র কাবা চত্বরে প্রতিদিন লাখ লাখ মুসল্লি একসঙ্গে তাওয়াফ করেন। এ সময় অনেকেই হাজরে আসওয়াদ বা কালো পাথরের কাছে গিয়ে স্পর্শ করার চেষ্টা করেন। আর এতেই তৈরি হয় তীব্র ভিড়।

এ বিষয়ে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘক্ষণ কালো পাথরের পাশে দাঁড়ানো শুধু মুসল্লিদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত করে না, বরং বাড়িয়ে দেয় নিরাপত্তার ঝুঁকিও। তাই কালো পাথরের কাছে দীর্ঘক্ষণ না দাঁড়াতে মুসল্লিদের সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, ‘কালো পাথর স্পর্শ বা চুম্বন করা একেবারেই বাধ্যতামূলক নয়। তাওয়াফের মূল ইবাদত এতে কোনোভাবেই ব্যাহত হয় না’।

বর্তমানে সৌদির ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় ওমরাহ যাত্রীদের সংখ্যা আগের চেয়ে বহুগুন বেড়েছে। এতে তাওয়াফ চত্বরে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ইসলামী আলেম ও ধর্মীয় বিশেষজ্ঞরা বলছেন—এই নির্দেশনা মেনে চললে তাওয়াফ হবে আরো নিরাপদ, স্বস্তিদায়ক এবং পরিপূর্ণ ইবাদতসম্মত।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।