ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

ইসলাম

হজে যেতে নিবন্ধিত ৪৩৩৭৪, সময় বাড়বে কি না জানা যাবে আজ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৭, অক্টোবর ১৩, ২০২৫
হজে যেতে নিবন্ধিত ৪৩৩৭৪, সময় বাড়বে কি না জানা যাবে আজ ফাইল ফটো

আগামীতে হজে যেতে হজযাত্রী নিবন্ধিত হয়েছে ৪৩ হাজার ৩৭৪ জন।

রোববার (১২ অক্টোবর) রাত ১২টায় এ নিবন্ধন শেষ হয়।

তবে এখনও কোটার তিনভাগের একভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি।

নিবন্ধনের সময় বাড়বে কি না, সোমবার (১৩ অক্টোবর) জানা যাবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়।

এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সৌদির রোড ম্যাপ অনুযায়ী রোববার নিবন্ধনের সময় শেষ হচ্ছে। সৌদি সরকার নিবন্ধনের সময় না বাড়ালে ধর্ম মন্ত্রণালয়ের কিছু করার নেই। সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তাদের অনুমতি পাওয়া গেলেই ধর্ম মন্ত্রণালয় সময় বাড়ানোর ঘোষণা দেবে।

হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৪৩ হাজার ৩৭৪ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৬৬৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৯ হাজার ৭৭১ জন।

চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। সেই অনুযায়ী এখন পর্যন্ত তিন ভাগের একভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে।

এদিকে সোমবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

হজ এজেন্সিগুলোর একটা বড় অংকের অর্থ (প্রায় ৫০ কোটি) এতদিন সৌদি আরবে আটকে ছিল। সেই অর্থ ফেরত আনা হয়েছে।

ধর্ম উপদেষ্টা সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানাবেন। নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়টিও সংবাদ সম্মেলনে জানানো হতে পারে।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, কোটা অনুযায়ী খুবই কম সংখ্যক হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। আমরা ৫ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন দিয়েছি।

গত ২৭ জুলাই থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়। সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর সরকারি ও ৩০ সেপ্টেম্বর বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করা হয়। উভয় ক্ষেত্রে তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়। প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা পরিশোধ করতে হবে।

এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।