ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বাহরাইনে কোরআন গবেষণা কেন্দ্র নির্মিত হচ্ছে

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
বাহরাইনে কোরআন গবেষণা কেন্দ্র নির্মিত হচ্ছে

নতুন একটি কোরআন গবেষণা ও প্রশিক্ষক কেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে বাহরাইন সরকার।

সম্প্রতি Daily News ওয়েব সাইটে এমনই একটি খবর প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়, চলতি এবং আগামি বছরের বার্ষিক বাজেট থেকে এ কেন্দ্র নির্মাণের বাজেট প্রদান করা হবে।

বাহরাইনের সুপ্রিম ইসলামি কাউন্সিলের তত্ত্বাবধানে থাকবে এ কেন্দ্রের যাবতীয় কর্মকাণ্ড।

কোরআন বিষয়ক বিভিন্ন গবেষণা থেকে শুরু করে বিজ্ঞান চর্চা বিষয়ক এ কেন্দ্রে বাহরাইন এবং অন্যান্য দেশের ছাত্রদেরকে কোরআন বিষয়ক বিভিন্ন শিক্ষা প্রদান করা হবে। প্রশিক্ষকের দায়িত্বে থাকবেন পবিত্র কোরআনে কারিমের বিষয়ে অভিজ্ঞ শিক্ষকবৃন্দ ও বিশেষজ্ঞরা।

এ কর্মসূচি বাস্তবায়নকারীদের অন্যতম ঈসা আল হামদি এ সম্পর্কে গণমাধ্যমকে বলেন, কেন্দ্রটি হবে কোরআন বিষয়ে এ অঞ্চলের সবচেয়ে প্রফেশনাল একটি কেন্দ্র।

তিনি আরও বলেন, কোরআন বিষয়ক বিভিন্ন বিভাগের মান উন্নয়নের লক্ষ্যে এ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘন্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।