ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বিশ্বের ২৫টি সুন্দর মসজিদ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
বিশ্বের ২৫টি সুন্দর মসজিদ

সম্প্রতি ব্রিটেনের জনপ্রিয় সংবাদপত্র টেলিগ্রাফ The world's most beautiful mosques শিরোনামে বিশ্বের ২৫টি সুন্দর মসজিদের নাম ও ছবি প্রকাশ করেছে। এসব মসজিদের মাঝে ভারতীয় উপমহাদেশের বেশ কয়েকটি মসজিদ রয়েছে।

টেলিগ্রাফে উল্লেখিত মসজিদগুলো হলো-

১. ইরানের ইস্পাহানের ‘শেখ লুতফুল্লাহ’ (Sheikh Lotfollah) জামে মসজিদ।

২. ইরানের সিরাজ শহরের ‘নাসির আল মূলক’ (Nasir al Molk) মসজিদ।

৩. তুরস্কের ‘ব্লু মসজিদ’ (Blue Mosque) যা ইস্তাম্বুলে অবস্থিত ও সুলতান আহমেদ জামে মসজিদ নামে সমধিক পরিচিত।

৪. তুরস্কের ইস্তাম্বুল শহরের ‘অায়া সুফিয়া’ (Aya Sofya) মসজিদ। অবশ্য মানুষ এ মসজিদকে হাজী সুফিয়া মসজিদ নামেই বেশি চিনে।

৫. মিশরের কায়রোর ‘আল আযরাক’ বা নীল (Blue Mosque) মসজিদ।

৬. মিশরের কায়রোর ‘ইবনে তুলুন’ (Ibn Tulun Mosque) মসজিদ।

৭. মরক্কোর ‘ক্লাসাবাংকা’ (Hassan II mosque, Morocco) জামে মসজিদ।

৮. ফিলিস্তিনের জেরুজালেমের আল আকসা (Al Aqsa Mosque) মসজিদ।

৯. সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম (Al Haram Mosque)।

১০. সৌদি আরবের পবিত্র নগরী মদিনার মসজিদে নববি (Al-Masjid an-Nabawi)।

১১. মালয়েশিয়ার ‘উবুদিয়া’ (Ubudiah Mosque) মসজিদ।

১২. মালয়েশিয়ার ‘সুলতান সালাহ উদ্দিন আবদুল আজিজ’ (Sultan Salahuddin Abdul Aziz Shah Mosque) মসজিদ।

১৩. পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ‘ফয়সাল’ (Faisal Mosque) মসজিদ।

১৪. পাকিস্তানের লাহোরের ‘উজির খান’ (Wazir Khan Mosque) মসজিদ।

১৫. পাকিস্তানের লাহোরের ‘বাদশাহী’ (Badshahi Mosque) মসজিদ।

১৬. ভারতের ভূপাল শহরের ‘তাজুল মসজিদ’ (Taj-ul-Masajid)।

১৭. ভারতের দিল্লি ‘জামে মসজিদ’ (Jama Masjid)।

১৮. আরব আমিরাতের আবুধাবির ‘শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ’ (Sheikh Zayed Grand Mosque)।

১৯. ওমানের ‘সুলতান কাবুস’ (Masjid Sultan Qaaboos) মসজিদ।

২০. ইরাকের সামারা (Great Mosque of Samarra) জামে মসজিদ

২১. উত্তর সাইপ্রাসের ‘মুস্তাফা পাশা’ (Lala Mustafa Pasha Mosque) মসজিদ।

২২. সিরিয়ার দামেস্ক জামে মসজিদ (Umayyad Mosque)।

২৩. আফগানিস্তানের হেরাত জামে মসজিদ (Great Mosque of Herat)।

২৪. স্পেনের কর্ডোভা মসজিদ (Mosque-Cathedral of Cordoba)।

২৫. মরক্কোর কুতাবিয়া মসজিদ (Koutoubia Mosque)।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘন্টা, আগস্ট ০৫, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।