ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ইজতেমার দ্বিতীয় পর্ব

জুমার নামাজে লাখো মুসল্লির ঢল

শেখ জাহাঙ্গীর আলম ও রাজীব সরকার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
জুমার নামাজে লাখো মুসল্লির ঢল ছবি: রাজীব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টঙ্গীর ইজতেমা ময়দান থেকে: প্রথম পর্বের মতো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথমদিন শুক্রবার (১৫ জানুয়ারি) জুমার নামাজে অংশ নিতে লাখো মুসল্লির ঢল নামে টঙ্গীর তুরাগ তীরে।

এদিন অনুষ্ঠিত জুমার নামাজে ইজতেমার ময়দান ও আশপাশের এলাকায় একত্রে লাখ লাখ মুসল্লি অংশ নেন।



এ নামাজে ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের হাফেজ মাওলানা মোহাম্মদ যোবায়ের। দুপুর ১টা ৪০ মিনিটে জুমার নামাজ শুরু হয়, শেষ হয় ১টা ৪৮ মিনিটে। এতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক অংশ নেন।

এদিকে, জুমার নামাজ আদায় করতে এসে ময়দানে ‍জায়গা না পেয়ে মুসল্লিরা ময়দান সংলগ্ন মহাসড়ক ও অলি-গলিতে পাটি, চটের বস্তা, খবরের কাগজ, চাদর ও পলিথিন বিছিয়ে নামাজে শরীক হন।

এরআগে বাদ ফজর দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের এবারের ৫১তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়।

উর্দুতে ভারতের মাওলানা আবদুর রহমানের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। রোববার (১৭ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

আখেরি মোনাজাতের আগ পর্যন্ত তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিরা পর্যায়ক্রমে আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করবেন।

এরআগে গত ৮ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে দেশ বিদেশের লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১০ জানুয়ারি রোববার তা শেষ হয়।

এবার দেশের ৩২ জেলার মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। এবারের ইজতেমা ৫১তম বিশ্ব ইজতেমা। আগামী ২০১৭ সালের বিশ্ব ইজতেমায় অংশ নেবেন এবার বাদ পড়া ৩২ জেলার মুসল্লিরা।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসআর

** র‍্যাবের ৫ স্তরের নিরাপত্তা জোরদার
** ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু
** আমবয়ানে চলছে ইজতেমার দ্বিতীয় পর্ব
** বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
** বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।