ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ইসলাম

লন্ডনে শুরু হচ্ছে নারীদের কোরআন শিক্ষার বিশেষ কোর্স

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৯, মার্চ ৩০, ২০১৬
লন্ডনে শুরু হচ্ছে নারীদের কোরআন শিক্ষার বিশেষ কোর্স

ইংল্যান্ডের রাজধানী লন্ডনে ‘নুর’ দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে নারীদের জন্য শুরু হচ্ছে কোরআনে কারিম শিক্ষার বিশেষ কোর্স।

সম্পূর্ণ বিনামূল্যে এপ্রিল মাস থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কোর্সটি আপাতত ১০ থেকে ১৬ বছরের মেয়েদের কোরআন শিক্ষার ব্যবস্থা করছে।

কোর্সটি প্রতি সপ্তাহের বুধবার বিকেলে অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ডের নারীদের শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত ও তেলাওয়াতের নিয়ম-কানুনের সঙ্গে পরিচিত করানোর উদ্দেশে কোর্সটি চালু করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

প্রশিক্ষণ কোর্সে লন্ডনের বিখ্যাত কোরআনের শিক্ষক ‘ হাফেজ হায়দার’ ক্লাস নিবেন। অংশগ্রহণকারীদের আগ্রহের ওপর ভিত্তি করে কোর্সের পরিধি পরে বাড়ানো হবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।