ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

তরিক্বত কনফারেন্সে মুসুল্লির ঢল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মে ২৯, ২০১৬
তরিক্বত কনফারেন্সে মুসুল্লির ঢল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

ঢাকা: কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী (মা.আলী) বলেছেন, কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম (রা.) ছিলেন যুগের অদ্বিতীয় যুব সংস্কারক। বর্তমান যুগে যিনি ছিলেন ইসলামের মহান পথ প্রদর্শক, সুন্নাতে মোস্তফার ধারক ও বাহক যুগশ্রেষ্ঠ আধ্যাত্মিক মনীষী।

শনিবার (২৮ মে) চট্টগ্রাম নগরীর বায়েজিদ গাউছুল আজম সিটির কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত তরিক্বত কনফারেন্সে তিনি এসব কথা বলেন।


কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) বেছাল শরীফ উপলক্ষে কনফারেন্সের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ।

প্রধান অতিথি আল্ল‍ামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ ‍আহমদী বলেন, গাউছুল আজম (রা.) এর চরণে বৃক্ষ-তরুলতা পর্যন্ত ঝুঁকে পড়েছে। বেছাল শরীফের আগেই তারই প্রতিষ্ঠিত সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির মনোগ্রাম বিভিন্ন বৃক্ষ-তরুলতায় অলৌকিকভাবে প্রকাশ পেয়েছে।

‘কাগতিয়ার গাউছুল আজম (রা.) এর দৈনন্দিন জীবন-কর্ম, তরিক্বত, আদর্শ ও দর্শন অনুসরণ-অনুকরণ করলে একজন সাধারণ তরুণ-তরুণী, শিক্ষার্থীর জীবনে আমূল পরিবর্তন আসবে। কোরান-সুন্নাহর পরিপূর্ণ আমলের দিকে ধাবিত হয়ে সততা, সৎচিন্তা-চেতনা ও সাফল্যে ভরে ওঠবে তাদের জীবন। ’   

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন-বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বির আহমদ মোমতাজী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. মো. আবুল মনছুর, চবি আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. এস এম রফিকুল আলম, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক মোজাদ্দেদী, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সালাম, গাছবাড়িয়া সরকারি কলেজ ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ কামরুল হাসান, এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নেজাম উদ্দিন ও এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান মো. রাইসুল উদ্দিন সৈকত প্রমুখ।

লাখো সুন্নি জনতার উপস্থিতিতে কনফারেন্সে মানুষের ঢল নামে। এতে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিরা অংশ নেন।

মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মে ২৯, ২০১৬
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।