ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ইটালিতে আরেকটি ইসলামিক কালচারাল সেন্টার চালু

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মে ৩১, ২০১৬
ইটালিতে আরেকটি ইসলামিক কালচারাল সেন্টার চালু ফাইল ছবি

ইটালির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সারুনু শহরে কাতারের শেখ হামিদ নামক একটি দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে সালমান বিন জসিম নামে নতুন একটি ইসলামিক কালচারাল সেন্টার উদ্বোধন করা হয়েছে।

নতুন এই ইসলামিক কালচারাল সেন্টারের সঙ্গে একটি মসজিদ, স্কুল, ইসলাম সম্পর্কে জানানোর জন্য একটি ইসলামি তথ্যকেন্দ্র, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের জন্য আলাদা স্থান এবং বেশ কয়েকটি দোকান নির্মাণ করা হয়েছে।

শরিবার (২৯ মে) ইটালির সারুনু শহরে এই সেন্টারটি উদ্বোধন করা হয়।

ইসলামিক সেন্টারের অর্থায়নকারী দাতব্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ হামিদ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, আমার বিশ্বাস এই ইসলামিক কালচারাল সেন্টারটি সারুনু শহরের মুসলমানদের জন্য একটি গন্তব্য স্থানে পরিণত হবে। এখানে মুসলমানরা তাদের যাবতীয় ধর্মীয় কাজ সম্পন্ন করার পাশাপাশি শহরের উন্নয়নমূলক নানা কাজ করতে পারবেন।

উল্লেখ্য যে, ইটালিতে মুসলিম অধিবাসীর সংখ্যা প্রায় ১৬ লাখ। ইতালিতে মসজিদ রয়েছে মাত্র ৮টি। তবে নামাজের জন্য ছোট ছোট কিছু জায়গা রয়েছে। যেগুলোকে মুসাল্লা বলা হয়। গোটা ইতালিতে এমন ৮০০ ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র ও মুসাল্লা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘন্টা, মে ৩১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।