ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ইসলাম

২৫ হাজার ডলারে বিক্রি হলো প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৩, এপ্রিল ১৫, ২০১৭
২৫ হাজার ডলারে বিক্রি হলো প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি ২৫ হাজার ডলারে বিক্রি হলো প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি

মরক্কোয় প্রথমবারের মতো নিলামে উঠানো হয়েছে প্রাচীন ও হস্তলিখিত কোরআন শরিফের বেশ কিছু পাণ্ডুলিপি। প্রাচীন কোরআন শরিফের পাণ্ডুলিপিটির নিলাম থেকে একটি পাণ্ডুলিপি ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।

মরক্কোর হস্তশিল্প বিষয়ক একটি কোম্পানী প্রথমবারের মতো শুধুমাত্র সেদেশের অভ্যন্তরের ক্রেতাদের জন্য এই নিলামের ব্যবস্থা করে।  

নিলামে কোরআন শরিফের ২০৭টি প্রাচীন পাণ্ডুলিপি উপস্থাপন করা হয়।

এসব পাণ্ডুলিপির বেশিরভাগই ১৬ শতাব্দীর।  

নিলামে সবেচেয়ে বেশি  দামে বিক্রি হওয়া প্রাচীন কোরআনের কপিটি মরক্কোর প্রসিদ্ধ আন্দালুসীয় বর্ণমালায় কালো কালিতে লিখিত। এর পৃষ্ঠা সংখ্যা ৩১৩টি। প্রতি পৃষ্ঠায় রয়েছে ৩২ লাইনের লেখা।  

প্রাচীন এই পাণ্ডুলিপিটি মরক্কোর রাজধানী কাসাব্লাংকায় বসবাসকারী এক পরিবারের কাছে ছিল। কয়েক শতাব্দী ধরে প্রাচীন ও মূল্যবান কোরআনের কপিটি উত্তরাধিকারসূত্রে তারা সংরক্ষণ করে আসছেন।  

নিলাম থেকে প্রাপ্ত অর্থ স্থানীয় একটি দাতব্য সংস্থায় দান করা হয়েছে।  

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।