সরকারের এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন ডেপুটি প্রধানমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদি।
তিনি বলেন, বৃহৎ এই কোরআন প্রিন্টিং প্রেসের নাম রাখা হয়েছে- ‘নাশরুল কোরআন’ সেন্টার।
তিনি বলেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছে এই ছাপাখানার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এখানে ব্যবহার করা হবে উন্নত সব প্রযুক্তি।
মালয়েশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নাজিব রাজাক সিদ্ধান্ত নিয়েছেন, নাশরুল কোরআন প্রিন্ট সেন্টারটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কোরআন প্রিন্ট কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।
আশা করা হচ্ছে, এই ছাপাখানা থেকে প্রতি বছর পবিত্র কোরআনের ১০ লাখ পাণ্ডুলিপি প্রিন্ট করা হব। তবে বছরে ৩০ লাখ পাণ্ডুলিপি প্রিন্ট করার ক্ষমতা এই প্রেসের থাকবে।
নাশরুল কোরআন প্রিন্টিং প্রেস থেকে ইংরেজি, চীনা, বাহাসা, থাই, রাশিয়ানসহ অন্যান্য ভাষায় অনুদিত কোরআনও প্রিন্ট করা হবে।
সৌদি আরবের ‘কিং ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স’ বিশ্বের বৃহৎ কোরআন প্রিন্টিং প্রেস। এখান থেকে বিশ্বের ৭০টিরও বেশি ভাষায় প্রতি বছর লাখ লাখ কোরআন প্রিন্ট করা হয়।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এমএইউ/