ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

সোমবার চট্টগ্রামে মুনিরীয়া যুব তবলিগের কনফারেন্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
সোমবার চট্টগ্রামে মুনিরীয়া যুব তবলিগের কনফারেন্স গাউছুল আজম কনফারেন্সের প্রচারণায় বর্ণাঢ্য মোটর সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়

২৫ ডিসেম্বর সোমবার চট্টগ্রাম লালদীঘি ময়দানে মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের উদ্যোগে কাগতিয়া আলিয়া দরবার শরিফের ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স অনুষ্ঠিত হবে। সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রামে অনুষ্ঠিত মুনিরীয়া যুব তবলিগ কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন প্রিন্সিপাল আল্লামা ছৈয়্যদ মুনির উল্লাহ্ আহমদী।  

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল আল্লামা শাব্বীর আহমদ মোমতাজি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিদর্শক প্রফেসর ড. মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকি, রংপুর ধাপ সাতপাড়া বায়তুল মোকাররম কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা আ ন ম হাদিউজ্জামান, রাজশাহী মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা মোকাদ্দছুল ইসলাম, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল এম. এ মাদরাসার প্রিন্সিপাল আল্লামা আ. খ. ম আবু বকর ছিদ্দিক, ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মোহাম্মদ হাসান মাসুদ, মোমেনশাহী ডি. এস কামিল এম. এ মাদরাসার প্রিন্সিপাল আল্লামা ড. মোহাম্মদ ইদ্রিস খাঁন, জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (যুগ্ম-সচিব) কাজী মো. শফিউল আলম, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম তালুকদার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক আলহাজ্ব আবু সুফিয়ান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এ. এম এম শাহাবুদ্দিন, মদিনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব আবু মোহাম্মদ, এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।

 

এদিকে ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স উপলক্ষে ব্যাপক প্রচারের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।  

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে এক বর্ণাঢ্য মোটর সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি রাউজান কলেজ থেকে শুরু হয়ে পাহাড়তলী, কাপ্তাই রোড দিয়ে নোয়াপাড়া, মদুনাঘাট, নজুমিয়াহাট, কুয়াইশ নতুন রাস্তার মাথা ও অক্সিজেন মোড় হয়ে চট্টগাম বিশ্ববিদ্যালয় গেইট, হাটহাজারী কলেজ হয়ে রাঙ্গামাটি রোড দিয়ে রাউজান সদর হয়ে কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসা ময়দানে এসে শেষ হয়।  

কনফারেন্স উপলক্ষে পুরো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার সড়ক ও মহানগরজুড়ে তোরণ, বিলবোর্ড, ফেস্টুন, প্লেকার্ড দিয়ে সাজানো হয়েছে।

কনফারেন্সের আয়োজকরা এতে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি দ্বীনি দাওয়াত দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।