ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

চলন্ত প্লেনে ইসলাম গ্রহণ করলেন পাইলট

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
চলন্ত প্লেনে ইসলাম গ্রহণ করলেন পাইলট পাইলট অ্যামালোর ইসলাম গ্রহণের দৃশ্য। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

ভূমি থেকে ১৮ হাজার ফুট উঁচুতে ইসলাম গ্রহণ করেছেন এক পাইলট। সৌদি আরবের আকাশে প্লেনটি প্রবেশ করার পর ব্রাজিলিয়ান পাইলট অ্যামালো ইসলামধর্ম গ্রহণ করেন।

এসময় তার সহকারী পাইলট প্লেনটি নিয়ন্ত্রণ করেন এবং নওমুসলিম অ্যামালোকে স্বাগত জানান। ইসলাম গ্রহণকালে অ্যামালোর কালেমা শাহাদাত পাঠের ভিডিওটি বিশ্বব্যাপী অল্প সময়ে ছড়িয়ে পড়ে এবং বেশ আলোচনা ও খবরের জন্ম দেয়।

সংবাদ রাশিয়া টুডের।

সৌদি আরবের আল-বালাদ নিউজ অনলাইন জানায়, একটি বিমান সংস্থার ব্রাজিলীয় পাইলট অ্যামালো কালেমা শাহাদাত পড়ে ইসলামধর্ম গ্রহণ করেন।

ভিডিও ক্লিপটিতে অ্যামালোর সহকর্মী ও মুসলিম পাইলটকে বলতে শোনা যায়, আমরা ইসলামের জন্য এক অপরের ভাই। তার মন্তব্যের প্রতি উত্তরে অ্যামালও বলেন, হ্যাঁ আমরা ইসলামে ভাই ভাই।

ভিডিওটি দেখতে ক্লিক করুন...

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এমএমইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।