গত দু’দিনে তাবলিগ জামাতের সঙ্গে আখেরী মোনাজাতে অংশ নিতে শনিবার ভোর থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। বাস, ট্রাক, পিকআপভ্যান, ট্রেন ও নৌকাযোগে যেভাবে পারছে আখেরী মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে ছুটে আসছেন।
এদিকে মুসল্লিরা বিশ্ব ইজতেমার মুরুব্বি প্রকৌশলী মো. মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, টঙ্গীর তুরাগ তীরে মাওলানা জোবায়ের অনুসারিদের দু’দিনব্যাপী ৫৪তম বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত হবে। তবে বেলা ১১টার মধ্যে আখেরী মোনাজাত শেষ হওয়ার কথা রয়েছে।
ইজতেমার আয়োজকদের সূত্রে জানা গেছে, তুরাগ তীরে একটানা ৪দিনব্যাপী ৫৪তম বিশ্ব ইজতেমায় দু’টি মোনাজাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে শনিবার আখেরী মোনাজাতসহ প্রথম দু’দিন ইজতেমা পরিচালনা করবেন মাওলানা জোবায়ের অনুসারীরা। পরের দু’দিন সাদ অনুসারীরা ইজতেমা পরিচালনা করবেন। সোমবার (১৮ ফেব্রুয়ারি) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
আরএস/এএটি


