ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ভিন্ন পরিবেশে তারাবির নামাজ আদায় করলেন মুসল্লিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
ভিন্ন পরিবেশে তারাবির নামাজ আদায় করলেন মুসল্লিরা

ঢাকা: করোনা ভাইরাস মহামারিতে কঠোর বিধিনিষেধের মধ্যে ভিন্ন পরিবেশে তারাবির নামাজ আদায় করলেন মুসল্লিরা।

শুক্রবার (২৪ এপ্রিল) সরকারি নির্দেশনা মেনে মসজিদে ও নিজ গৃহে এশা-তারাবির নামাজ আদায় করছেন দেশের কোটি কোটি মুসলমান।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি মসজিদে ১২ জন মুসল্লির অংশগ্রহণে এশা-তারাবিহ নামাজ অনুষ্ঠিত হয়।

ফলে এবার মসজিদে মসজিদে নীরবতা, নেই হাজার হাজার মুসল্লির পদধ্বনি। তারাবির নামাজের এমন দৃশ্য বিরল।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে সেহরি খাওয়ার মাধ্যমে বাংলাদেশে রোজা শুরু হবে।

রাজধানীর বিভিন্ন মসজিদ ঘুরে দেখা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখেই নামাজ আদায় করেছেন মুসল্লিরা। অধিকাংশ মসজিদ কমিটি সরকারের নির্দেশনা অনুযায়ী ১২ জন মুসল্লি নিয়ে এশা-তারাবির নামাজ আদায় করেছে।

ইসলামে রোজার গুরত্ব অপরিসীম। সেই অনুযায়ী রমজান মাসে সামাজিক অনুষ্ঠান, দল বেধে তারাবির নামাজ আদায় ও ইফতার করেন মুসলমানেরা। কিন্তু দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার এসবে বিধিনিষেধ রয়েছে।

আরও পড়ুন>> চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।