ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু হাফেজ মাওলানা সুলায়মান

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে নামাজরত অবস্থায় হাফেজ মাওলানা সুলায়মান (৫৮) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৩ নভেম্বর) শহরের কুমারশীল মোড়ের ঐতিহ্যবাহী মদিনা মসজিদে ফজরের নামাজ পড়ার সময় তার মৃত্যু হয়।

 

মাওলানা সুলায়মানের বাড়ি জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামে। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।  

মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, সোমবার ফজরের নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান ইমাম সুলায়মান। পরে অন্যের ইমামতিতে মুসুল্লিদের সঙ্গে জামায়াতে ফজর নামাজ আদায় করা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বাদ জোহর শহরের ট্যাংকপাড় এলাকায় জানাজা শেষে তার প্রতিষ্ঠিত তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।