ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মহানবীর জীবনী পড়ে মুসলিম হলেন স্পাস্কা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
মহানবীর জীবনী পড়ে মুসলিম হলেন স্পাস্কা ইসলাম গ্রহণের পর স্পাস্কা ইভানো এখন ফাতেমা

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী পড়ে প্রচণ্ড মুগ্ধ হন বুলগেরিয়ার স্পাস্কা ইভানোভা (৮০ )। সিদ্ধান্ত নেন মুসলিম হবেন।

এরপর তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে এডিরন শহরের দারুল ইফতায় এসে ইসলাম গ্রহণ করেন এ নারী। ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ফাতেমা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

জানা যায়, ইসলাম নিয়ে দীর্ঘদিন পড়াশোনার পর নিজ ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছেন স্পাস্কা ইভানোভা। এর আগে মহানবী (সা.)-এর জীবনী পড়ে তিনি খুবই প্রভাবিত হন।

ইসলাম গ্রহণের পর ফাতেমাকে স্থানীয় মুফতির পক্ষ থেকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়

এক বিবৃতিতে ফাতেমা জানান, দীর্ঘদিন যাবত তিনি ইসলাম ধর্ম বিষয়ক বিভিন্ন গবেষণা পড়েছেন। এ সময় তিনি ইসলামের নবী মুহাম্মাদ (সা.)-এর জীবনী গভীর মনোযোগ দিয়ে পড়েন। যা তার অন্তরে গভীরভাবে রেখাপাত করে।

বুলগেরিয়ান নারীর ইসলাম গ্রহণ উপলক্ষে দারুল ইফতা বিভাগে এক অনুষ্ঠানের আয়োজন করেন এডিরন শহরের মুফতি আলা উদ্দিন বুজকুরাত ও তার সহকারি জয়নব কায়া। অনুষ্ঠানে স্পাস্কা ইভানোভাকে (ফাতেমা) পবিত্র কোরআন উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।