ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

শবে বরাত: মসজিদ-কবরস্থানে মুসল্লিদের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
শবে বরাত: মসজিদ-কবরস্থানে মুসল্লিদের ভিড়

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পবিত্র লাইলাতুল বরাতকে কেন্দ্র করে নগরীর প্রতিটি মসজিদে মুসল্লিদের ভিড় দেখা গেছে। সন্ধ্যার পর থেকে নগরীর কবরস্থানগুলোতে জিয়ারত করতে আসা প্রয়াতদের স্বজনদের ভিড়ও দেখা গেছে।

শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যার পর থেকে মুসল্লিরা মসজিদগুলোতে ভিড় করা শুরু করেন।

এদিন নফল ইবাদতের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও ক্ষমা লাভের আসায় সবাই নামাজ পড়েন ও কোরআন তেলাওয়াত করেন।

সন্ধ্যার পর নগরীর বিভিন্ন মসজিদে দেখা যায়, মুসল্লিরা দলে দলে নফল ইবাদত করছেন। বিভিন্ন মসজিদে বয়ান হচ্ছে, মুসল্লিরা তা শুনছেন। এছাড়া দুনিয়া থেকে বিদায় নেওয়া স্বজনদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করছেন অনেকে।

নগরীর মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান, পাইকপাড়া কবরস্থান ঘুরে দেখা গেছে- সেগুলোতে আলোকসজ্জা করা হয়েছে কবর জিয়ারতে আসা মানুষের সুবিধার্থে।

এদিকে দিনটিকে কেন্দ্র করে পটকা, আতশবাজি কিংবা কোনো ধরনের বিস্ফোরক যেন ফোটানো না হয় সেজন্য বিশেষ দৃষ্টি রেখেছে প্রশাসন।

জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেন, আমরা দিনটিকে কেন্দ্র করে নগরীতে ও জেলাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। যেন মানুষ নিরাপদে ইবাদত করতে পারে। কোনো ধরনের হুমকির আশঙ্কা নেই।

বাংলাদেশ সময়: ২৪২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।