ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পুলিশের মামলায় বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মী খালাস   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
পুলিশের মামলায় বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মী খালাস
  

হবিগঞ্জ: পুলিশের দায়ের করা মামলা থেকে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরীসহ বিএনপি ও জামায়াতের ২৩ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।
 
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীন এ রায় ঘোষণা করেন।

 

অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার ২৩ আসামির মধ্যে সবাইকেই খালাস দেন তিনি।
 
আদালতের পেশকার তাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি লড়েছেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শেখ মো. আসাদুজ্জামান।  
 
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৬ জানুয়ারি নবীগঞ্জ পৌরসভা নির্বাচনের আগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের কয়েকটি ধারা উল্লেখ করে এ মামলাটি দায়ের করেছিলেন নবীগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ খান। পরে মেয়রসহ বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীর নামে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
 
মামলায় আসামিদের নামে গাড়ি ভাঙচুর করে জনসাধারণের জানমালের ক্ষতির চেষ্টা করার অভিযোগ আনা হয়।
 
এ বিষয়ে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী বাংলানিউজকে বলেন, পৌরসভা নির্বাচনের আগে আমিসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ প্রমাণ না হওয়ায় বিচারক আমাদের বেকসুর খালাস দিয়েছেন। আমরা সঠিক বিচার পেয়েছি।
 
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।