ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফরিদপুরে প্রতারণা মামলায় আদম ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
ফরিদপুরে প্রতারণা মামলায় আদম ব্যবসায়ীর কারাদণ্ড আলতাপ হোসেন

ফরিদপুর: ফরিদপুরে প্রতারণা মামলায় আলতাপ হোসেন (৪০) নামে এক আদম ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দীর্ঘ শুনানি শেষে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মো. ফারুক হোসাইন এ রায় দেন।  

একইদিন বিকেলে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শফিউদ্দিন মুন্সী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি আলতাপ রাজবাড়ীর গোয়ালন্দ থানার চরদৌলতদিয়া এলাকার বাসিন্দা।  

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে ১০ জন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা হাতিয়ে নেন আলতাপ হোসেন। পরে এ ঘটনা নিয়ে রানা হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।