ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দেয়াল টপকে নকল দিতে গিয়ে ধরা, কারাগারে ২ যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মে ১৭, ২০২৩
দেয়াল টপকে নকল দিতে গিয়ে ধরা, কারাগারে ২ যুবক

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষাকেন্দ্রের দেওয়াল টপকে নকল দিতে গিয়ে ধরা পড়লেন দুই যুবক। তাদের ১০ দিনের জন্য কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ মে) দুপুরে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ওই দুই যুবককে আটক করা হয়।

তারা হলেন- উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের আলম মিয়ার ছেলে বাঁধন মিয়া (২৩) ও বামনহাজরা গ্রামের বাবর আলীর ছেলে ইসমাইল হোসেন (২৫)।  

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্যা বিন শফিক।  

তিনি বলেন, আজ ভূগোল ও পরিবেশ পরীক্ষা চলাকালে দুই যুবক কেন্দ্রের দেওয়াল টপকে পরীক্ষার্থীদের নকল সরবরাহের চেষ্টা করেন। এসময় উভয়কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দশ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি-তদন্ত) বুলবুল ইসলাম বলেন, বিকেলে দুই যুবককে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।