ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

টাঙ্গাইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মে ২০, ২০২৪
টাঙ্গাইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন 

টাঙ্গাইল: টাঙ্গাইলে মাদক মামলায় তাসলিমা (৩৬) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

সোমবার (২০ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় দেয়।  

দণ্ডপ্রাপ্ত তাসলিমা মির্জাপুরের গোড়াই মঈন নগর এলাকার রাজু আহাম্মেদের স্ত্রী।

সরকারি কৌশলী (পিপি) এস আকবর খান জানান, ২০১৬ সালের ১৫ মার্চ মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে মাদক বিক্রির সময় তাসলিমাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।  

পরে এ ঘটনায় মির্জাপুর থানার এসআই মো. আলাউদ্দিন ২০১৭ সালের ২৩ মে আদালতে চার্জশিট দাখিল করেন। আজ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাসলিমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালতের বিচারক।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।