ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

দিনাজপুরে সাবেক শ্যালিকাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, মে ২৭, ২০২৪
দিনাজপুরে সাবেক শ্যালিকাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মর্জিনা আক্তার নামে এক নারীকে হত্যার দায়ে তার সাবেক দুলাভাই আব্দুল্লাহ শুভকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ মে) সকালে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দেন।  

শুভ কুমিল্লা সদর উপজেলার শিশপুর এলাকার আবুল বাসারের ছেলে।  

আদালত সূত্রে জানা গেছে, বিয়ের পর পারিবারিক কলহের কারণে শুভর সঙ্গে তার স্ত্রী ফাতেমা সানিয়ার তালাক হয়ে যায়। তালাকের পরও ২০১৮ সালে ২৯ জানুয়ারী পার্বতীপুর উপজেলায় ফাতেমার বোন মর্জিনা আক্তারের বাসায় যান শুভ। সেখানে ফাতেমাও ছিলেন। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে ফাতেমাকে শুভ আঘাত করেন। এসময় ঠেকাতে গেলে মর্জিনাকেও কুপিয়ে গুরুতর আহত করেন শুভ। এ অবস্থায় ফাতেমা ও মর্জিনাকে হাসপাতালে নিলে চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয়রা শুভকে আটক করে পুলিশে দেন।  

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী জানান, সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার এ রায় দেন বিচারক।  

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।