ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

এবার দুদকের মামলায় খালাস পেলেন ড. ইউনূস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এবার দুদকের মামলায় খালাস পেলেন ড. ইউনূস ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের করা মামলায় খালাস পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেন।

 

আদালত সূত্রে জানা যায়, এদিন ইউনূসের মামলা প্রত্যাহারে আবেদন করে দুদক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় আদালত তাকে খালাস দেন।

এর আগে বুধবার শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের অন্য তিন শীর্ষ কর্মকর্তাকে খালাস দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
কেআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।