ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

জামালপুরে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
জামালপুরে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড আদালতের রায়: প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরে যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সে সঙ্গে মামলার ১২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-১ বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নানাভাবে নির্যাতন করে আসছিল উজ্জ্বল মাহমুদ। ঈদুল-ফিতরের সময় যৌতুকের ৫ লাখ টাকার জন্য মারধরের পর হত্যা করে তাহমিনা জান্নাতকে৷ এ ঘটনায় ১৯ এপ্রিল হত্যা মামলা করে নিহতের বাবা ইব্রাহিম খলিল। সে মামলায় আজ আসামি উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকি ১২ আসামিকে খালাস দেন আদালত।  

তিনি বলেন, এ মামলায় ১৫ জনের কাছে সাক্ষ্যগ্রহণ করা হয়। এ রায় ও আদেশে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।