ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

বিষ প্রয়োগে ‘কুকুর হত্যায়’ আদালতে মামলা, তদন্তে পিবিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
বিষ প্রয়োগে ‘কুকুর হত্যায়’ আদালতে মামলা, তদন্তে পিবিআই

ঢাকা: রাজধানীর জাপান গার্ডেন সিটি হাউজিং কমপ্লেক্সে গত ২২ নভেম্বর বিষ প্রয়োগে ১০টি কুকুর ও একটি বিড়াল ছানা হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।  

রোববার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে বাংলাদেশের চারটি প্রাণিকল্যাণ সংগঠনের পক্ষে রাকিবুল হক এমিল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

 

সংগঠনগুলো হলো- স্টেলা অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন, অভয়ারণ্য বাংলাদেশ প্রাণিকল্যাণ ফাউন্ডেশন ও পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।  

মামলায় জাপান গার্ডেন সিটি কমিটির সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি ইয়াহিয়া, সাধারণ সম্পাদক শাহ নূরসহ আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।  

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের নির্দেশ দেন।  

বাদী পক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আদাবর থানায় পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে সমন্বয়ক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ একটি লিখিত অভিযোগ করেছিলেন। কিন্তু আদাবর থানা এ বিষয়ে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ না করায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ৪২৮ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়।

জাকির হোসেন বলেন, আদালত বলেছেন যারা প্রাণী হত্যা করেছে তাদের বিচার হওয়া উচিত। তদন্ত যেন ভালোভাবে হয় সেজন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।

মামলার বাদী ও পিপল ফর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন রাকিবুল হক এমিল বলেন, কুকুরগুলো বিষ প্রয়োগে মারা হয়েছে এবং একটি অপরাধ সংঘঠিত হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যেহেতু একজন ভেটেরিনারি কর্মকর্তা মরদেহগুলোর সুরতহাল, ময়নাতদন্ত ও সিআইডি ফরেনসিক করেছে, সেহেতু পিবিআই’র মাধ্যমে অভিযোগের সুষ্ঠু তদন্ত হলে সত্যিকার অপরাধী বের হয়ে আসুক এটাই আমাদের একান্ত চাওয়া।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।