ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল: বরিশালে কিশোরী স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষনের দায়ে তরুণ কৃষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি একলাখ ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারা দণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম ওই আদেশ দিয়েছেন বলে বেঞ্চ সহকারী মো. আজিবর রহমান জানিয়েছেন।

দণ্ডিত মো. হারুন মোল্লা (২২) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কালিদাসিয়া গ্রামের বাসিন্দা মো. সিদ্দিক মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডিত হারুন এজলাসে উপস্থিত ছিলেন।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ২০১৮ সালের ৭ মে অপহরণ করে। পরে ছাত্রীকে মারধর ও জখম করার হুমকি দিয়ে ধর্ষণ করে। এ অভিযোগে ছাত্রীর বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে আদালতে মামলা করে। আদালতের নির্দেশে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানা এজাহার হিসেবে মামলা রুজু করে। পরে থানার এসআই মো. আ. ছবুর ২০১৮ সালের ১৩ জুলাই চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচারক ৭ জনের সাক্ষ্য নিয়ে রায় দেন। এতে মামলার অপর তিন আসামীকে খালাস দিয়েছেন।

বেঞ্চ সহকারী বলেন, দণ্ডিত হারুনকে অপহরণের দায়ে ১৪ বছর কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের  কারাদণ্ড ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

দণ্ডিত হারুন নিজেকে নির্দোষ দাবি করে বলেন তাকে ফাঁসানো হয়েছে। তিনি নিজে পেশায় কৃষক।

বাংলাদেশ সময়: ০৭২৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।