ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

আইন ও আদালত

নওগাঁয় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
নওগাঁয় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম ও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

অপরদিকে এ মামলার ১১ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত।  

নিহত ফজলুর রহমান মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাইগাঁ গ্রামের শহীদুল ইসলাম (৫০), আব্দুস সালাম (৬০), আবুল কালাম আজাদ (৫৫), আশরাফ (৪৫) ও আতুরা গ্রামের ইব্রাহিম (৬০)।

আদালত সুত্রে জানা গেছে, রাইগাঁ গ্রামের আব্দুস সাত্তার ও  ফজলুর রহমানের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে ২০০৭ সালের ২৪ এপ্রিল দুপুরে আব্দুস সাত্তারের জমির পাশে ১৮ থেকে ২০ জন ফজলুর রহমানকে পিটিয়ে হত্যা করেন। ঘটনার দিনই ভিকটিমের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। পুলিশ এ ঘটনার তদন্ত করে ১৭ জনের নামে আদালতে চার্জশিট দেয়। পরে সিআইডি আবার তদন্ত করে ১৯ জনের নামে চার্জশিট দেয়। দীর্ঘ শুনানিতে মামলার ২২ জনের সাক্ষ্য নেন আদালত। তথ্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার এ রায় দেন আদালত। রায়ে ১৯ আসামির মধ্যে পাঁচজনকে যাবজ্জীবন ও জরিমানা এবং ১১ জনকে খালাস দেওয়া হয়। আর তিন আসামি বিচার চলাকালে মারা গেছেন।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।