ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

বিজিবির সাবেক ডিজি সাফিনুল ও তার স্ত্রীর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, মে ১৯, ২০২৫
বিজিবির সাবেক ডিজি সাফিনুল ও তার স্ত্রীর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ মো. সাফিনুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের নামে থাকা ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।  

সোমবার (১৯ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

 

এর মধ্যে মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলামের সোনালী ব্যাংকের একটি ও সোমা ইসলামের সিটি ব্যাংকের সাতটি ব্যাংক হিসাব রয়েছে। তবে এসব হিসাবে কত টাকা লেনদেন হয়েছে বা কত টাকা স্থিতি আছে তা দুদকের আবেদনে উল্লেখ করা হযনি।  

তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে জানিয়ে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।  

অনুসন্ধানকালে সংশ্লিষ্ট প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের নামে এসব ব্যাংক হিসাব চালু রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল ইসলাম এবং তার স্ত্রীর নামীয় ব্যাংক স্থিতি নগদায়ন করে অন্যত্র স্থানান্তর/হস্তান্তর করার প্রচেষ্টা করছেন। বর্ণিত ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর/স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা অবশ্যক।  

সেই আবেদনের শুনানি শেষে বিচারক ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করার আদেশ দেন।  

কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ