ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আইন ও আদালত

হাসিনার সাবেক এপিএস লিকুর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, জুলাই ৭, ২০২৫
হাসিনার সাবেক এপিএস লিকুর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী পদে থাকা শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর ৪৩ লাখ ৭১ হাজার টাকা মূল্যের জমি ক্রোক ও দুটি ব্যাংক হিসাব ও একটি সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৭ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

 

ক্রোক আদেশ হওয়া জমির মধ্যে রয়েছে গোপালগঞ্জে ৪ শতাংশ ডোবা জমি, ১০ শতাংশ নাল জমি ও ঢাকার উত্তরায় রাজউকের বরাদ্দ পাওয়া ৩ কাঠা জমি। এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দুই হিসাবে ৫ লাখ ৮৬ হাজার টাকা ও ৫ লাখ টাকা মূল্যের একটি সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়।

দুদকের পক্ষে এ আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত। আবেদনে বলা হয়, লিকু দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৫৫ লাখ ৩২ হাজার ৮৮০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদ বর্তমানে তার নিজ দখলে রয়েছে।  

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামি তার মালিকানাধীন সম্পদ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে বিচার প্রক্রিয়া চলাকালে এসব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব নাও হতে পারে। রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

শুনানি শেষে বিচারক স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দেন।  

কেআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।