ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী এবং তার বান্ধবীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় বেসরকারি ছাত্রীনিবাস ‘স্বপ্ননিবাস হোস্টেলের’ ম্যানেজার রাজিয়া বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (০৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব এ আদেশ দেন।
এদিন আসামি রাজিয়া বেগমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন।
আদালত বৃহস্পতিবার (০৯ অক্টোবর) জামিন শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মারধরের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী নাফিসা তাবাসসুম প্রভা মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাজিয়াকে মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে ফার্মগেটের ইন্দিরা রোড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়েছে, নাফিসা তাবাসসুম প্রভা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী। গত ১ অক্টোবর মাসিক সাড়ে ৭ হাজার টাকা ভাড়ায় স্বপ্ননিবাস হোস্টেলে ওঠেন। হোস্টেলে গেস্ট থাকার অনুমতি ছিল। তবে গেস্ট থাকলে অতিরিক্ত টাকা দিতে হবে কি না, তাকে তা জানানো হয়নি।
মঙ্গলবার রাত ৯টার দিকে তার বান্ধবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সাইদুন্নেছা শাপলা হোস্টেলে আসলে ভাড়া বাবদ ৪০০ টাকা দাবি করে কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে প্রভার সঙ্গে ম্যানেজার রাজিয়ার কথা কাটাকাটি হয়। এরপর রাত ৯টা ৪০ মিনিটের দিকে শাপলাকে হোস্টেল থেকে বের হয়ে যেতে বলেন রাজিয়া।
ফোন পেয়ে শাপলার ভাই তাকে রাত সাড়ে ১০টার দিকে হোস্টেলের নিচে নিতে আসেন। তখন রাজিয়া শাপলাকে যেতে বাধা দেন। প্রভা রাজিয়ার কাছে ভাড়ার টাকা দিতে গেলে আবারও কথা কাটাকাটি হয়। হোস্টেল মালিক সোহেলের নির্দেশে রাজিয়া প্রভাকে মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারান। এ সময় তার কাছে থাকা ৮ হাজার টাকা নিয়ে নেয় বলে মামলার অভিযোগে উল্লেখ করেন প্রভা।
কেআই/এমজেএফ