হাইকোর্ট বিভাগে ২০০০ সালের আগের বিভিন্ন প্রকৃতির ১০ হাজার ৩৮৫ মামলা নিষ্পত্তিতে উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বৃহস্পতিবার (১০ জুলাই) এমন তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এসব মামলা হাইকোর্ট বিভাগের বিভিন্ন এখতিয়ারসম্পন্ন বেঞ্চে শুনানি ও নিষ্পত্তি হবে।
সুপ্রিম কোর্ট জানায়, বৃহস্পতিবার বাংলাদেশের প্রধান বিচারপতি ২০০০ সালের পূর্বের হাইকোর্ট বিভাগের বিভিন্ন প্রকৃতির ১০ হাজার ৩৮৫টি পুরাতন মোকদ্দমা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগের এখতিয়ারসম্পন্ন কয়েকটি বেঞ্চে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
ইএস/এমজেএফ