ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আইন ও আদালত

টিউলিপসহ তিনজনের নামে করা মামলা একজনের ক্ষেত্রে স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, জুলাই ১৩, ২০২৫
টিউলিপসহ তিনজনের নামে করা মামলা একজনের ক্ষেত্রে স্থগিত হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই মামলার আসামি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামানের আবেদনে গত ৮ জুলাই হাইকোর্ট তিন মাসের স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ আতিয়ার রহমান। রোববার তিনি বাংলানিউজকে জানান, গত ৮ জুলাই শুধু শাহ খসরুজ্জামানের ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছেন আদালত। টিউলিপ বা অন্যদের বিষয়ে নয়।  

গত ১৫ এপ্রিল অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

ওই রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনকে আসামি করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে- ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন।

এরপর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান মামলার কার্যকম বাতিল চেয়ে আবেদন করেন। গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেন।

আইনজীবী শেখ আতিয়ার রহমান জানান, স্টে হয়েছে শুধু আবেদনকারী শাহ খসরুজ্জামানের বিষয়ে। শুধু ওনার ক্ষেত্রে। অন্য যারা আছেন টিউলিপসহ তাদের কিছু না।

ইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।