ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আইন ও আদালত

ব্যাংক হিসাবে ৫৮ কোটি টাকার লেনদেন, বীর বাহাদুর-তার স্ত্রীর নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, আগস্ট ৩, ২০২৫
ব্যাংক হিসাবে ৫৮ কোটি টাকার লেনদেন, বীর বাহাদুর-তার স্ত্রীর নামে মামলা বীর বাহাদুর উশৈ সিং

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকার সম্পদের মালিকানা অর্জন ক‌রে ভোগ দখলে রাখা এবং ১৩টি ব্যাংক হিসাবে ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সা‌বেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং ও তার স্ত্রী মেহ্লা প্রুর বিরু‌দ্ধে পৃথক দু‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)।

রোববার (৩ আগস্ট) দুদক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, বীর বাহাদুর উশৈ সিং সরকা‌রি ক্ষমতার অপব‌্যবহার ক‌রে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকার সম্পদের মালিকানা অর্জন ক‌রে‌ছেন। পরবর্তী তা ভোগ দখলে রেখে এবং নিজের নামে ১৩টি ব্যাংক হিসাবে ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকার সন্দেহজনক লেনদেন ক‌রায় তার নামে একটি মামলা দায়ের করা হয়েছে।

দ্বিতীয় মামলায় বলা হয়, আসা‌মি মেহ্লা প্রু তার স্বামী বীর বাহাদুর উশৈ সিংয়ের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ তিন কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৭৪ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রে‌খে‌ছেন। তাছাড়া নিজের নামে ছয়টি ব্যাংক হিসাবে মোট ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ১৮৪ টাকার সন্দেহজনক লেনদেন ক‌রে‌ছেন। যা দুর্নী‌তি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধ তাদের নামে আরেকটি মামলা দায়ের করা হয়।

এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ