ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আইন ও আদালত

আশুলিয়া হত্যাকাণ্ড: ১৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, ৮ জন পলাতক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, আগস্ট ২১, ২০২৫
আশুলিয়া হত্যাকাণ্ড: ১৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, ৮ জন পলাতক

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলা এবং আরও একজনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলার ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন।

একইসঙ্গে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

এদিন আদালতে উপস্থিত আট আসামির মধ্যে সাতজন নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চেয়েছেন। আরেক আসামি এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছেন। ট্রাইব্যুনাল তাকে লিখিতভাবে আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আদালতে উপস্থিত আট আসামি হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল হোসেন এবং কনস্টেবল মুকুল।

গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। এরপর পুলিশ একটি ভ্যানে তাদের মরদেহ তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। এই নৃশংস ঘটনার সময় একজন তখনও জীবিত ছিলেন, কিন্তু তাকেও একইভাবে জীবন্ত পুড়িয়ে মারা হয়।

এই চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়। গত ২ জুলাই প্রসিকিউশন ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়, যার সঙ্গে ৩১৩ পৃষ্ঠার তথ্যসূত্র, ৬২ জন সাক্ষী, ১৬৮ পৃষ্ঠার প্রমাণাদি এবং দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়েছিল। এরপর ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে বিচার শুরুর নির্দেশ দেন।

ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ