ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আইন ও আদালত

যুবদল নেতা মাসুদ হত্যায় ৬ জনের যাবজ্জীবন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, আগস্ট ২৫, ২০২৫
যুবদল নেতা মাসুদ হত্যায় ৬ জনের যাবজ্জীবন  যুবদল নেতা মাসুদ রানা: ফাইল ফটো

ঢাকা: নড়াইলের কালিয়া উপজেলার দপ্তর সম্পাদক মাসুদ রানাকে গুলি করে হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (২৫ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- কাজল মোল্লা, সেতু মোল্লা, সিরাজুল ইসলাম ওরফে শিপুল মোল্লা, লিটু মোল্লা, লিংকু শেখ এবং তপু খান ওরফে হাচিব মোল্লা। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবদুর রশীদ মোল্লা।

দণ্ডিত অপর ১১ জন হলেন- তৈয়েবুর গাজী, হুমায়ুন মোল্লা, লিমন মোল্লা, হৃদয় খান, টনি মোল্লা, সোহাগ মোল্লা, হাসমত মোল্লা, নজরুল মোল্লা, রবি মোল্লা, আবুজর মোল্লা এবং সম্রাট মোল্লা।  

এদের মধ্যে প্রথম সাত জনকে ১০ বছর করে কারাদণ্ড, ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর চার আসামিকে এক বছর করে কারাদণ্ড, ২০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

মামলার বিবরণী থেকে, ২০২০ সালের ৫ আগস্ট সকালে এলাকায় আধিপত্য বিস্তার ও নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের কাজলসহ তার লোকজন গুলি চালিয়ে মাসুদ রানাকে হত্যা করে। এ সময় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় মাসুদ রানার ভাই ছোট ভাই মামুন শেখ ৬ আগস্ট কালিয়া থানায় ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এস আই মিল্টন কুমার দেবদাস ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ দাখিল করেন। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি নড়াইল জেলা থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ পাঠানো হয়।

মামলার বিচার চলাকালে আদালত ৪০ জনের সাক্ষ্যগ্রহণ করেন। আসামিদের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজ রায় দেন।

কেআই/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।